July 2010 ^ বই মেলা

Rupali Ratri by Humayun Ahmed/রূপালি রাত্রি/হুমায়ুন আহমেদ

Image and video hosting by TinyPic
রূপালি রাত্রি



About Himu:

Brishtir thikana by Md Jafor Iqbal/ মুহম্মদ জাফর ইকবাল এর "বৃষ্টির ঠিকানা"

Image and video hosting by TinyPic

moyurakkhir tire by humayun ahmed/ ময়ূরাক্ষীর তীরে/হুমায়ুন আহমেদ

Image and video hosting by TinyPic




Chole Jay Boshenter Din by Humayun Ahmed/ চলে যায় বসন্তের দিন/হুমায়ুন আহমেদ

চলে যায় বসন্তের দিন। নায়ক হিমু। বরাবরের মত এখানেও হিমু তার চারপাশের পরিবেশকে ঘোলাটে রাখতে সক্ষম হযেছে। হুমায়ূন আহমেদ এর বেশিরভাগ উপন্যাসগুলো আমাদের মনে নির্মল আনন্দের সৃষ্টি করে। কিন্তু আমি তার উপন্যাসগুলো পড়তে গিয়ে দেখেছি তার উপন্যাসগুলোতে একই জিনিসের বার বার আগমন হচ্ছে। লেখক হিসাবে তার মান কতটা উচু পর্যায়ে তার হিসাব করা আমার পক্ষে সম্ভব নয়। তবে আমি তার অন্যান্য হিমু বিষয়ক রচনা থেকে এই রচনাটি কোনভাবেই আলাদা করতে চাচ্ছি না। আমি তার উপন্যাসে কোন নতুনত্ব না পাওয়াই মর্মাহত হয়েছি। এখানে বলে রাখা ভালো আমার বয়স খুবই কম এবং আমার উপন্যাস এ হাতে খরি মাস দুয়েক আগে। এর মাঝে আমি হুমায়ূন আহমদের যে বইগুলো পড়েছি তা পড়ে প্রথমে খুব আশান্বিত হলেও বর্তমানে আমি মর্মাহত। আমি তার কাছে আরো নতুন কিছু আশা করি। চলে যায় বসন্তের দিন উপন্যাসটি আরো ভালো করা যেত। কিন্তু তিনি কেন যে বার বার একই ধরনের ঘটনা তুলে আনছেন তা আমি কিছুতেই অনুমান করতে পারছি না। তার উপন্যাসের গল্পের বিষয় বস্তু খুবই সাধারন, কিন্তু তিনি সেই সাধারন থেকেই অসাধারন গল্প সৃষ্টি করতে পারেন যা আমরা প্রায় সকলেই জানি। কিন্তু সব সময় একই ধাচের লেখায় আমাদের মন অনিহা প্রকাশ করে বসে। খাবার যত ভালোই হোক না কেন প্রতিদিন একই খাবার খেলে একসময় আর সেটা মুখে দিতেই ইচ্ছা করে না। তখন মনে হয় এর থেকে খারাপ খাবার খেলেও বোধ হয় ভালো হত, পেট ভরে খেতে পারতাম। আমার মতে তাকে উপন্যাসের উপর আরো মনযোগ দিতে হবে যাতে তার উপন্যাসগুলো আরো সুন্দর এবং আকর্ষনীয় হয় এবং নতুনত্ব থাকে। বিশেষ করে হিমু বিষয়ক উপন্যাসগুলো, কারন আমার প্রিয় চরিত্রগুলোর মধ্যে হিমু অন্যতম।